সূধী পাঠক, পবিত্র কোরআন পৃথিবীর মানুষের পথপ্রদর্শক এক ঐশি গ্রন্থ।এর গঠণ শৈলী ও গাণিতিক কাঠামোই তার অলৌকিকতার প্রমাণ ও প্রতিরক্ষা বুহ্য।এই মহান গ্রন্থের রচয়ীতা নিজেই তার পবিত্রতা রক্ষার দ্বায়িত্ব নিয়েছেন। পাথর,ছিন্নবস্ত্র,চামড়ার উপর লিখিত এই গ্রন্থটি বিশৃঙ্খল ভাবে পড়ে থাকার পরেও যে তার একটি হরফও বিনষ্ট হয়নি বা কারোর দ্বারা কোন উপায়ে কলুষিত হয়নি তা আজকের এই বৈজ্ঞানীক যুগেও প্রমাণিত।এই প্রতিরক্ষার পিছনে রয়েছে এক অলৌকিক অনুপ্রেরণা, কারণ পবিত্র কোরআন তার…