Pages

রবিবার, ১৫ মে, ২০১৬

ভুয়া আইডি বন্ধ করে দিচ্ছে ফেসবুক


ফ্রেন্ডলিস্টে যেসব বন্ধুর ছবি দেখা যাচ্ছে না, তাদের নামে ক্লিক করলে দেখা যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ একটি বার্তায় জানাচ্ছে যে, ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফেসবুকের কাছে মনে হচ্ছে এসব অ্যাকাউন্ট ফেক। আর সেজন্য সেগুলো বন্ধ করে দিচ্ছে।
রোববার সন্ধ্যা থেকে ফেসবুক এ কাজ শুরু করেছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ থেকে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের ফেসবুকের ফেক আইডি বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
জানা গেছে, ফেসবুকে যেসব অ্যাকাউন্টকে সন্দেহজনক মনে হচ্ছে, সেসব অ্যাকাউন্টধারীদেরকে প্রমাণ দিতে নোটিফিকেশন পাঠাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের বা অন্যান্য পরিচয়পত্রের স্ক্যানিং কপি পাঠাতে বলছে ফেসবুক কর্তৃপক্ষ। উপযুক্ত প্রমাণ না দিতে পারলে সেসব অ্যকাউন্ট বন্ধ করে দেওয়া শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের ব্যবহারকারীরা তাদের ফ্রেন্ডলিস্টে গেলে দেখতে পাবেন যে, ফ্রেন্ডলিস্টে আপনার অনেক বন্ধুর ছবি দেখা যাচ্ছে না। এর কারণ ওই বন্ধুর অ্যাকাউন্টটি ফেক হওয়ায় তা বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

Related Post:

  • Legit PTC Sites                           Register this all Legit Sites: Earn 10$ - 100$ Per Day                                                  For Register Click Here      … Read More
  • বাসর রাতে বিড়াল মারা বলতে কি বুঝায়…? চলুন, আগে বিড়াল মারার কাহিনীটা শুনা যাক। একদা বাগদাদের বাদশাহ এর ছিল দুইজন কন্যা। এই দুই রাজকন্যা ছাড়া তার ছিলনা কোন রাজপুত্র। রাজকন্যা দুজন ছিল বাদশা এর অনেক অনেক আদরের। সবসময় দুই রাজ কন্যার জন্যে দশ পনেরো জন দাসী প্রস্তুত থাকতো। কখন কোনো রাজকন্যার কি দরকার হবে আর তারা হুকুম পালন করবে। দুই রাজকন্যারই একটা করে বিড়াল ছিলো। বিড়াল দুটো ছিলো তাদের সবসময় এর … Read More
  • কলেজ ভর্তির সাইট হ্যাক হবার সম্ভাবনা!!! গত ২৫ তারিখ এসএসসি পরিক্ষার্থী দের কলেজে ভর্তির ফলাফল প্রকাশের কথা ছিল। সেদিন ঢাকা শিক্ষা বোর্ডের সাইটে ঢুকে দেখলাম সাইটটি কোন এক "Unknown Lover" হ্যাক করে রেখেছে। গেল ওদের ফলাফল প্রকাশ পিছিয়ে। আজ দিবে কাল দিবে করতে করতে কাল রাত ১টার দিকে দিলো । অনেকটা কৌতূহল বশত xiclassadmission.com সাইটটাকে পরিক্ষা করে দেখলাম এবং অবাক করার বিষয় যে ১২ টা high threat leve… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন