Pages

বুধবার, ১ এপ্রিল, ২০২০

যশোরের কাঁচা বাজার ও মুদি দোকান সীমিত সময়ে খোলা থাকবে সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত মুদি দোকান ও সন্ধ্যা ৭ টা পর্যন্ত কাঁচাবাজার

করোনা পরিস্স্থিতে যশোরে মুদি ও কাঁচা বাজার সীমিত সময়ের জন্য খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে যশোর জেলা প্রশাসন।
বুধবার দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরীফ বলেন, করোনা ভাইরাস থেকে বাচতে হলে সবাইকে সামাজিক দুরত্ব বজায় চলতে হবে। বিশ্বব্যাপী এ ভাইরাসের করাল গ্রাসে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থায় আমাদের সচেতন হতে হবে।
সংক্রামক থেকে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য যশোেরে সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত মুদি দোকান ও সন্ধ্যা ৭ টা পর্যন্ত কাঁচাবাজার খোলা রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
পরবর্তী নির্দেষ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানানো হয়। সভায় জেলা প্রশাসক ছাড়াও সেনাবাহিনীর প্রতিনিধি, যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন, পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদারসহ ব্যবসায়ী প্রতিনিধিরা।

Related Post:

  • যশোরে সরকারি ত্রাণ না পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ যশোরে সরকারি ত্রাণ না পেয়ে দেড় শতাধিক নারী-পুরুষ যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ করেছেন। সামাজিক দূরত্ব বজায় রাখার এই সময়ে শত শত নারী-পুরুষ বসে বিক্ষোভ করেন ত্রাণের দাবিতে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশদ্বার বন্ধ করলে তারা কার্যালয় চত্বরে অবস্থান নেয়। বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এই দৃশ্য দেখা গেছে। এর আগে বেলা ১০টার পর থেকে যশোর… Read More
  • দরজায় খাদ্যদ্রব্য রেখে আসবে যশোর পুলিশ ঘরবন্দি গরিবমানুষের দুর্দশার কথা চিন্তা করে যশোরের পুলিশ সুপার অভিনব এক সিদ্ধান্ত নিয়েছেন। তার নেতৃত্বাধীন পুলিশ ভোররাতে মানুষের ঘরের দরজায় খাদ্যদ্রব্য রেখে আসবে। ঘুম থেকে উঠে সেগুলো হাতে পেয়ে যাবে গরিবেরা।এই সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যে কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে কথা হয়েছে জানিয়ে এসপি মোহাম্মাদ আশরাফ হোসেন বলেন, এই কাজে বিত্তবানরা এগিয়ে আসবেন বলে আশা করা যায়।শনিবার… Read More
  • যশোরের কাঁচা বাজার ও মুদি দোকান সীমিত সময়ে খোলা থাকবে সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত মুদি দোকান ও সন্ধ্যা ৭ টা পর্যন্ত কাঁচাবাজার করোনা পরিস্স্থিতে যশোরে মুদি ও কাঁচা বাজার সীমিত সময়ের জন্য খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে যশোর জেলা প্রশাসন। বুধবার দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরীফ বলেন, করোনা ভাইরাস থেকে বাচতে হলে সবাইকে সামাজিক দুরত্ব বজায় চলতে হবে। বিশ্বব্যাপী এ ভাইরাসের করাল গ্রাসে মানুষ দিশেহা… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন