সময়োপোযোগী নানা উন্নয়নের টার্গেট নিয়ে ২০ বছর মেয়াদী জনবান্ধব মাস্টার প্লান কার্যক্রম এগিয়ে নিয়ে চলেছে যশোর পৌরসভা। বিশাল বাজেটের এই মাস্টারপ্লানের আওতায় আনা হয়েছে গোটা যশোর পৌরসভার ১৪.৭২ বর্গ কিলোমিটার এলাকা। বাংলাদেশের ইউজি থ্রি-এর আওতায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের এই মাস্টার প্লানের ড্রাফ্ট শেষ করা হয়েছে। প্রকল্পের আওতায় নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠানের কন্সালট্যান্ট ও যশোর পৌরসভার প্রকৌশলীদের যৌথভাবে তৈরী প্লানটি এখন ইউজি ৩ এর …