Pages

বুধবার, ১ আগস্ট, ২০১৮

ছোটদের সঙ্গে নিয়ে শাহবাগ দখলে নিলো বড়রা



ক্রমেই ফুসছে রাজধানী। এবার ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের মেডিকেল কলেজ শিক্ষার্থীরা শাহবাগ দখলে নিয়েছে। তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন অভিভাবকরাও। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। 
বুধবার দুপুর ১২টার দিকে ধানমন্ডি-সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবস্থান নেয়া শিক্ষার্থীদের স্রোত শাহবাগ পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় আশাপাশের সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।
এরপরে তাদের সঙ্গে সংহতি জানাতে সড়কে নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও ইব্রাহিম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়েজ উল্লাহ আরটিভি অনলাইনকে বলেন, শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। আমরা এখানে এসেছি তাদের আন্দোলনে সংহতি জানাতে। আমরা নিরাপদ সড়কের দাবিতে এসেছি। আমরা অবিলম্বে নৌমন্ত্রীর পদত্যাগ চাই।
ইব্রাহিম মেডিকেল কলেজের নিলয় অনন্যা জানান, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি উদ্ধারের জন্য খুনিদের বাঁচাতে চেষ্টা করছেন। তিনি পদত্যাগ না করলে আমরা রাজপথ ছাড়বো না।
  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন