#Warning: Be Carefull post paid custorems শুক্রবার রাত ২টা ৬ মিনিট। অচেনা বিদেশি নম্বsর থেকে ফোন আসে একটি গ্রামীণফোন নম্বরে। ফোন রিসিভ করলে একই ভাবে +২৪৩৮৯৬২৩৪০০৫ নম্বর থেকে শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটে আরেকটি ফোন আসে এক সংবাদকর্মীর গ্রামীণফোন নম্বরে। এর আগে +২৪৩৮১০৭৪৩০৪০ নম্বর থেকে মঙ্গলবার দুপুরে অন্য এক সংবাদকর্মীর গ্রামীণফোন নম্বরে আরেকটি ফোন আসে। এই ফোনটি এসেছিল দুপুর ১২টা ৪৯ মিনিটে। ফোন কলটি ধরার আগেই তা মিসড কল হয়ে যায়। বাংলাদেশ প্রতিদিনের' চিফ রি…
সোমবার, ২৬ আগস্ট, ২০১৩
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৩
যশোর ১৩৭টি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার নির্দেশ
যশোর পৌর এলাকার ১৩৭টি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এসব ভবনের কোনো কোনোটির বয়স প্রায় দেড়শ বছর। প্রায় দেড়শ বছরের পুরানো এ পৌরসভার সৃষ্টিকালীন সময়ের ছাড়াও ওই তালিকায় সর্বনিম্ন ৪০ বছরের পুরানো ভবনও রয়েছে। এর মধ্যে বেশকিছু সরকারি স্থাপনাও রয়েছে। পৌর কর্তৃপক্ষ ওই সব প্রতিষ্ঠান ও ভবন মালিকদের চিঠি দিয়ে সতর্ক করে দিলেও এখনো স্থাপনাগুলোতে বসবাস ছাড়াও ব্যবসায় বাণিজ্য, অফিস ও ধর্মীয় উপাসনা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। যশোর পৌরসভার শহর পরিকল্…
ঐশী শাবালিকা, বয়স হবে ১৯ বছর ৬ দিন
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহফুজুর রহমান এবং স্ত্রী স্বপ্না রহমানকে খুনের দায় ইতোমধ্যে স্বীকার করে নিয়েছে তাদের একমাত্র মেয়ে ঐশী রহমান। পালিয়ে থাকার পর পল্টন থানায় ঐশী আত্নসমর্পন করে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপর শুরু হয় তার বয়স-বির্তক। ‘ও’ লেভেল পড়ুয়া ঐশী সাবালিকা কী না তা নিয়ে সন্দেহ দেখা দেয়। স্বয়ং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ওই রিম…
বুধবার, ২১ আগস্ট, ২০১৩
পাঁচ ধরনের নেশায় আসক্ত ছিল ঐশী -সর্বশেষ ইয়াবা ও গাঁজা সেবন করত ।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান খুনের ঘটনায় রহস্য দানা বাঁধছে। পুলিশের জেরার মুখে নিহত পুলিশ দম্পতির মেয়ে ঐশী রহমানের এলোমেলো বক্তব্য পুরো ঘটনা নিয়ে গোয়েন্দাদের দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, ঐশীর কাছ থেকে তথ্য বের করতে তাদের গলদঘর্ম হতে হচ্ছে। আগে যে তথ্য দিয়েছে ঐশী, কিছু সময় পর তা অস্বীকার করছে। এ অবস্থায় পুলিশ দম্পতির প্রকৃত খুনির পরিচয় বের করতে নতুন করে ভাবতে হচ্…
রিমান্ডেও একটি ইয়াবার জন্য ব্যাকুল ঐশী!
যে নেশা জীবনের জন্য কাল হল সেই নেশাকে ভুলতে পারছে না ঐশী। পুলিশ জিজ্ঞাসাবাদে থেকেও মাদকের জন্য হাঁস-ফাঁস করছে সে। মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করছে। যেকোনো মূল্যে একটি ইয়াবা ট্যাবলেটের জন্য বারবার পুলিশ কর্মকর্তাদের কাছে কাকুতি-মিনতি করছে ঐশী। পুলিশের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।তদন্তকারী কয়েকজন কর্মকর্তা ঢাকা টাইমসটোয়েন্টিফোর ডটকমকে জানায়, ঐশী নেশায় এতটাই বুদ হয়ে পড়েছিল যে, বাবা-মা তাঁর জীবনের কতবড় সম্পদ সেই কথাটিও ভুলে গিয়েছিল। তার উগ্র চলাফ…
ঐশীর লেখা ১২ পৃষ্ঠার সুইসাইডাল নোট
প্রিয় আমি জানি না এই চিঠি আমি কাকে লিখছি। তারপরও কাউকে না কাউকে কিছু একটা বলতে খুব ইচ্ছে করছে। আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি। খুবই কঠিন সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেয়ার পর আরো কঠিন মনে হচ্ছে। বুক ভেঙে যাচ্ছে। আত্মহত্যার কারণ আমি কাউকে বলতে চাইছি না। একজনের দুঃখ সাধারণত আরেকজন কখনোই মন থেকে বুঝতে পারে না। আমার আত্মহত্যার কারণ তোমার কাছে খুবই অপ্রয়োজনীয় ও হাস্যকর মনে হতে পারে। সুতরাং সেই ঝামেলায়ই গেলাম না। আমার এই চিঠিটাকে সুইসাইডাল নোট বলা যেতে পারে। ত…