Pages

শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

যশোর জেলার নাম পরিবর্তন এর সিদ্ধান্তের বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতীবাদ এর ঝড়


যশোর জেলার নাম পরিবর্তন এর সিদ্ধান্তের বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতীবাদ এর ঝড় তুলেছে যশোরবাসি। যশোর এটা কোন নাম নয় একটা ঐতিহ্য। যে নামটা জরিয়ে আছে আলেন গিনসবারগ এর September on jessore road কবিতায়। যেই যশোর রোড বহন করে ব্রিটিশ বিরোধী আন্দোলন এর স্মৃতি, "৭১ এর নিপীরিত মানুষের মুক্তির পথ। যশোর এর সকল স্তরের মানুষ এই সিদ্ধান্তের বিপক্ষে মত প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়ে তীব্র নিন্দা ও প্রতীবাদ জানিয়েছে যশোর এর মানুষ এছাড়া যশোর এর সব ফেসবুক পেজ,গ্রুপ এই সিদ্ধান্তের বিপক্ষে প্রতীবাদ এর ঝড় তুলেছে।তাঁদের দাবী Jessore নাম এর বানান এর মধ্যে জড়িয়ে আছে ঐতিহ্য তাই তারা  এই ঐতিহ্যের কোন ধরনের পরিবর্তন চাই না।
  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন