Pages

বুধবার, ২২ জুন, ২০১৬

নতুন আঙ্গিকে ‘রমজানের ওই রোজার শেষে’ গান

কবি কাজী নজরুল ইসলামের ‘রমজানের ওই রোজার শেষে’ গানটি ছাড়া ঈদুল ফিতরের কথা ভাবাই যায় না। 
আর তাই এবারের ঈদে সম্পূর্ণ নতুন আঙ্গিকে গানটি নিয়ে আসছে আর.এম.মিউজিক এবং স্টুডিও ঊইজার্ড। বর্তমান ধারার সঙ্গে তাল মিলিয়ে শ্রোতাদের জন্যে একটি ভিন্ন মাত্রার গান তৈরি হবে বলেই আশা করছে সবার। গানটিতে কণ্ঠ দিয়েছেন সন্দীপন, শোয়াইব মোহাম্মদ, নন্দিতা, ব্যন্ড ইএফসহ আরও অনেকে। সংগীতায়োজনে ছিলেন রনি রন ও সানি রায়।
গানটি সম্পর্কে জানতে চাইলে রনি রন বলেন, ‘গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটা ফিউশন তৈরি করা হয়েছে। এটি মানুষের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’
এবারের ঈদে আর.এম. মিউজিকের ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে মিক্সড অ্যালবাম ‘গানে খড়ি’। আর এ অ্যালবামেই থাকছে ‘রমজানের ওই রোজার শেষে’ গানটি।
অ্যালবাম প্রসঙ্গে আর.এম.এন্টারটেইনমেন্টের পরিচালক রেহমান রাহাত বলেন, ‘প্রায় এক বছর অপেক্ষা করেছি এই অ্যালবামটির জন্যে। শ্রোতাদের কথা এবং অ্যালবামের মান বজায় রেখেই আমরা কাজ করেছি।’
  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন